Wellcome to National Portal

For complaints related to rural electricity, call 16899.

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।

Main Comtent Skiped

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/


Connection Procedure
ধাপ  কার্যক্রম ধাপ কার্যক্রম ধাপ কার্যক্রম

০১.

আবেদন

০২.

সমীক্ষা ফি

০৩.

সমীক্ষা

০৪.

বৈদ্যুতিক প্লান

০৫.

ষ্টেকিং ও অনুমোদন

০৬.

নির্মাণ মূল্য

০৭.

চুক্তিকরন

০৮.

লাইন নির্মাণ

০৯.

আভ্যন্তরীন ওয়্যারিং করণ

১০.

ওয়্যারিং পরিদর্শন

১১.

জামানত গ্রহন

১২.

সিএমও করণ

১৩.

গ্রাহক সংযোগ

 

 

 

 

* সমগ্র প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করা হয় 



নতুন সংযোগের জন্য দলিলাদি

 

নতুন সংযোগের জন্য আবেদনপত্রের সাথে নিম্নোক্ত দলিলাদি দাখিল করতে হবেঃ-

  • সংযোগ গ্রহন কারীর পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি সত্যায়িত রঙ্গিন ছবি;
  • জমির মালিকানা দলিলের সত্যায়িত কপি;
  • ইউনিয়ন পরিষদ/পৌরসভা কর্তৃক বাড়ীর অনুমোদিত সত্যায়িত নক্সা এবং নামজারীসহ হোল্ডিং নম্বর এর সত্যায়িত কপি ও দলিল অথবা
    দাগ নম্বর, খতিয়ান নম্বর, জমির দলিল, চেয়ারম্যান/কমিশনারের সার্টিফিকেট (যেখানে নক্সা অনুমোদন নাই);
  • লোড চাহিদার পরিমাণ;
  • জমি/ভবনের ভাড়ার (যদি প্রযোজ্য হয়) দলিল (সত্যায়িত কপি);
  • ভাড়ার ক্ষেত্রে মালিকের সম্মতি পত্রের দলিল (সত্যায়িত কপি);
  • পূর্বের কোন সংযোগ থাকলে ঐ সংযোগের বিবরণ ও সর্বশেষ পরিশোধিত বিলের কপি;
  • অস্থায়ী সংযোগের ক্ষেত্রে বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে);
  • ট্রেড লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে);
  • সংযোগ স্থানের নির্দেশক নক্সা;
  • শিল্প প্রতিষ্ঠান স্থাপনের নিমিত্তে যথাযথ কর্তৃপরে অনুমোদন ( যথাঃ বন বিভাগ, বিএসটিআই ,স্থানীয় প্রশাসন ইত্যাদি);
  • পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্লান্ট স্থাপন (শিল্পের ক্ষেত্রে);
  • সার্ভিস লাইন এর দৈর্ঘ্য কাঁচা বাড়ীর ক্ষেত্রে ১০৫-ফুট এবং পাকা বাড়ীর ক্ষেত্রে ১১০-ফুটের বেশী হবে না;
  • বহুতল আবাসিক/বাণিজ্যিক ভবন নির্মাতা ও মালিকের সাথে ফাট মালিকের চুক্তিনামার সত্যায়িত কপি।


৪৫ কেভিএ এর উর্দ্ধে সংযোগের জন্য গ্রাহককে আরও যে দলিলাদি দাখিল করতে হবেঃ-

  • পৌরসভা অথবা সংশ্লিষ্ট হাউজিং কর্তৃক অনুমোদিত বাড়ীর নক্সা (সত্যায়িত কপি), উপকেন্দ্রের লে-আউট প্ল্যান এবং সিঙ্গেল লাইন ডায়াগ্রাম;
  • মিটারিং কক্ষ প্রদানের অঙ্গীকারনামা;
  • উপকেন্দ্রে স্থাপিত সব যন্ত্রপাতির স্পেসিফিকেশন ও টেষ্ট রেজাল্ট এবং বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরির্শকের দপ্তর থেকে প্রদত্ত উপকেন্দ্র সংক্রান্ত ছাড়পত্র।


শিল্প কারখানা ও ৬ তলার অধিক ভবনে সংযোগের জন্য গ্রাহককে আরও যে দলিলাদি দাখিল করতে হবেঃ- 

  • পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে);
  • ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ছাড়পত্রের কপি।



নতুন সংযোগের জন্য জামানতের পরিমান


নিম্নোক্ত হারে সমীক্ষা ফি-সহ সদস্য সেবা বিভাগে সংযোগের জন্য আবেদন করতে হয়:

* একফেজ (২ তার ) ২৫০ ভোল্ট আবাসিক / বাণিজ্যিক ও সি আই লোডের ০.৫ কিঃ ওঃ পর্যন্ত ৫০০.০০ টাকা ০.৫ কিঃ ওঃ এর উপরে ১ কিঃ ওঃ পর্য্নত ৬০০.০০ টাকা।  ১ কিঃ ওঃ এর উপরে অতিরিক্ত প্রতি কিঃ ওঃ এর জন্য অতিরিক্ত ২০০.০০ টাকা করে। তবে বাণিজ্যিক এর ক্ষেত্রে ৫ কিঃ ওঃ  এর উদর্ধ্ব হলে প্রতি কিঃ ওঃ  এর জন্য ২৩৬০.০০ হারে প্রযোজ্য হবে।

 

* একফেজ / তিন ফেজ ক্ষ্রদ্র শিল্প সংযোগের ক্ষেত্রে প্রতি কিঃ ওঃ লোডের জন্য ১৮৫২.০০ টাকা ।  ( প্রযোজ্য ক্ষেত্রে অফেরতযোগ্য জামানত প্রদান ) এবং লীজ জমিতে সংযোগের জন্য অতিরিক্ত জামানত প্রযোজ্য হবে।

 

* সেচের ক্ষেত্রে অগভীর নলকপ ও এল এল সি এর জন্য অশ্বশক্তি প্রতি ৬২৫.০০ টাকা, গভীর নলকূপের জন্য অশ্বশক্তি প্রতি ১০০০.০০ টাকা।

 

* সেচ ব্যতীত অন্যান্য সংযোগের জন্য ০২ (দুই) কিঃ ওঃ এর অধিক লোডের ক্ষেত্রে প্রয়োজনীয় ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন আবশ্যক।