Wellcome to National Portal

  পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।  

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/


ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার তালিকা
ক্রমঃ নং
 সেবা/আইডিয়ার নাম
সেবা/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ
সেবা/আইডিয়া বাস্তবায়নের অর্থবছর
সেবা/আইডিয়াটি কার্যকর 
আছে কিনা/ না থাকলে কারণ
সেবার লিংক 
০১  অনলাইনে টিকিউএস (TQS) পোস্টিং ইন্টারনেটের মাধ্যমে মোবাইল/ডেস্কটপ/ল্যাপটপ ব্যবহার করে যে কোন যায়গায় যে কোন সময় বিদ্যুৎ বিভ্রাটের তথ্য পোস্টিং দেওয়ার জন্য চালু করা হয় অনলাইন টিকিউএস পোস্টিং সেবা। ২০২২-২৩
সেবা/আইডিয়াটি কার্যকর আছে
http://202.5.36.21:8021/tqs/login.php
০২  কুমিল্লা পবিস-২ মোবাইল অ্যাপ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর যাবতীয় সকল তথ্যাদি এবং হাতের মুঠোয় অত্র পবিসের সকল সেবা সম্বলিত করে অফিসের সকল কর্মী এবং গ্রাহকসেবায় দ্রুততা এবং সচ্ছতা আনয়নে উক্ত মোবাইল অ্যাপ্লিকেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০২৩-২৪
সেবা/আইডিয়াটি কার্যকর আছে
Comilla PBS-2 Mobile App
০৩ অনলাইন ভিত্তিক তথ্য গ্রহণ কার্যক্রম অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ/জোনাল/সাব-জোনাল অফিস থেকে দ্রুততম সময়ে তথ্য সংগ্রহ এবং দৈনন্দিন কার্যপ্রণালী দ্রুততার সাথে সম্পন্ন করার সুবিধার্থে একটি অনলাইনভিত্তিক গুগল শিট ব্যবস্থাপনা চালু করা হয়েছে। এই ব্যবস্থার বাস্তবায়নের মাধ্যমে কাগজ, সময় ও অর্থের সাশ্রয় হবে  তথ্য প্রাপ্তি ও ব্যবস্থাপনা আরও কার্যকর ও সহজতর হবে।
২০২৪-২৫
সেবা/আইডিয়াটি কার্যকর আছে

স্টাফ সভা তথ্য সংক্রান্ত লিংক

বোর্ড সভার তথ্য সংক্রান্ত লিংক


বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উদ্ভাবনী কার্যক্রমঃ

বাপবিবোর্ড এর উদ্ভাবনী কার্যক্রমসমূহের লিংক